Image description
 

ভারতের ত্রিপুরা রাজ্যে তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করার ২ দিন পর লাশ ফেরত দিয়েছে ভারত।

বৃহস্পতিবার সন্ধায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার কেদারাঘাট সীমান্ত দিয়ে আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়।

এসময় ভারতের খোয়াই থানার অফিসার ইনচার্জ কৃষ্ণ ধন সরকার ও চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলামসহ বিজিবি ও বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিহতরা হলেন- উপজেলার গাজীপুর ইউনিয়নের বাসুল্লা এলাকার কনা মিয়ার ছেলে পন্ডিত মিয়া (৪৯), কবিলাসপুর এলাকার কুদ্দুস মিয়ার ছেলে সজল মিয়া (২৫) এবং আলীনগর এলাকার আশ্রব উল্লার ছেলে জুয়েল মিয়া (৩০)।

উল্লেখ্য, মঙ্গলবার একসাথে ৩ জন বিড়ির পাতা সংগ্রহের জন্য পাহাড়ে গেছেন, ভুলবশত তারা ভারত সীমান্তে চলে যান। এরপর থেকে তিন জন নিখোঁজ ছিলেন। পরে জানা যায়, ভারতীয়রা তাদেরকে পিটিয়ে হত্যা করে।