
শেখ হাসিনার বিচার নিয়ে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের ইতিহাসে এর চেয়ে স্বচ্ছ বিচার কখনো হয়নি। ইতিহাসে প্রথমবারের মতো মামলার ট্রায়াল টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ায় জেলা আইনজীবী সমিতির ডিজিটাল ফরম বিক্রয় কার্যক্রম উদ্বোধন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল বলেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য নির্যাতন হত্যাকাণ্ডের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ ছিল মানুষের। আবরার ফাহাদ সেখানে মূর্ত প্রতীক হিসেবে দাঁড়িয়ে গিয়েছিল। জুলাই বিপ্লবকারীদের সামনে একটা জলজ্যান্ত উদাহারণ ছিল আবরার। আবরার ফাহাদের হত্যার বিচার কাজ দ্রুত শেষ করা হবে।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মুহ. হারুনুর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শাতিল মাহামুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক ট্রেজারার ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী।