
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার ৯০ দিন আজ। তবে এখনো খুনিদের কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার পর বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে সিআইডি কতৃর্ক বিচার প্রক্রিয়া শুরুর আশ্বাস দেয়া হলেও কার্যকর কোনো অগ্রগতি দেখা যায়নি।
শিক্ষার্থীরা জানান, প্রশাসনের পক্ষ থেকে বিচারের আশ্বাসের বাণী শুনতে শুনতে তারা আজ ক্লান্ত। তাই সাজিদ হত্যার ৯০তম দিনে প্রশাসনের কাছে আর না যেয়ে অভিনব এই প্রতিবাদ করছেন তারা।
তাদের প্রশ্ন, কেনো ৯০ দিন পার হলেও গ্রেপ্তার করা যায়নি খুনিকে। বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একজন শিক্ষার্থীকে হত্যা করে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাহলে সেই বিশ্ববিদ্যালয় ঠিক কতোখানি নিরাপদ?
এ প্রসঙ্গে শিক্ষার্থী বোরহান উদ্দিন বলেন, ‘আজ আমাদের ছোট ভাই সাজিদ হত্যার ৯০ দিন, কিন্তু খুব কষ্ট চাপা দিয়ে বলতে হচ্ছে,আমরা আমাদের ছোট ভাইয়ের খুনিদের সাথেই হইতো ক্যাম্পাসে চলাফেরা করতেছি, কিন্তু খুনিদের বিচার বিলম্বিত হচ্ছে এবং প্রসাশন নিশ্চুপ।’
তিনি প্রশ্ন রেখে বলেন, ‘প্রসাশন আর কতদিন দেরী করবে.? প্রসাশন কি সাজিদ হত্যার ১০০তম দিন পালন করবে কিনা! এই অপেক্ষায় আছে?’
এছাড়া, বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠনগুলোর নেতাকর্মীরাও এতে একাত্মতা পোষণ করেন এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শিক্ষার্থী ও রাজনৈতিক সংগঠনগুলোকে একজোট থাকার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ'র লাশ ভেসে ওঠে। প্রথমে পানিতে ডুবে মৃত্যুর ধারণা করা হলেও ফরেনসিক রিপোর্টে জানা যায় সাজিদকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। মৃত্যুর দু'মাস পর আনুষ্ঠানিক ভাবে এই হত্যা মামলা তদন্তের দায়িত্ব পান সিআইডি।