Image description

দেশের যেকোনো ব্যাংকের কার্ড থেকে বিকাশ, নগদ ও রকেটসহ সব ধরনের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ওয়ালেটে সরাসরি টাকা পাঠানোর নতুন সুবিধা চালু হচ্ছে। ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) প্ল্যাটফর্মের আওতায় এ সুবিধা চালু হলে প্রতি হাজার টাকার লেনদেনে খরচ হবে ১ টাকা ৫০ পয়সা।

এ বিষয়ে সাবেক রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহবুব কবীর মিলন মন্তব্য করেছেন, ‘জনগণের কল্যাণে আপনাদের এত বড় ক্ষতি মেনে নেয়ার মতো নয়’। আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।

মাহবুব কবীর মিলন লেখেন, হ্যালো বাংলাদেশ ব্যাংক। ব্যাংক থেকে বিকাশ, নগদ, রকেটে টাকা পাঠাতে নতুন নিয়মে করলেন হাজারে ১ টাকা ৫০ পয়সা খরচ। যেটা আগে ফ্রী ছিল। বিকাশ নগদ রকেট থেকে ব্যাংকে পাঠাতে করলেন ৮ টাকা ৫০ পয়সা। যেটা আগে ছিল ১১ টাকা ৫০ পয়সা । এ যে জনগণের কল্যাণে প্রভূত ক্ষতি স্বীকার করে নিলেন আপনারা, সে জন্য জানাই প্রাণঢালা অভিনন্দন ও ভালবাসা।  

তিনি আরও লেখেন, তা হাজারে দেড় টাকা নতুন যুক্ত করে আপনাদের বছরে লাভ কত হবে এবং হাজারে ৩ টাকা ক্ষতি স্বীকার করে আপনাদের রাজস্ব ক্ষতি বছরে কত হবে, সেটা আমাদের জানাবেন কি! মানে আপনারা লাভ-ক্ষতি কোনটার কত প্রাক্কলন দেখিয়ে কাজটি করলেন, সেটা জানতে পারলে আমরা আরও প্রাণঢালা ভালবাসা জানাতাম। জগণের কল্যাণে আপনাদের এতবড় ক্ষতি মেনে নেয়ার মত নয়।