
বাংলাদেশের আলোকচিত্রী, মানবাধিকারকর্মী শহিদুল আলম বলেছেন, ইসরাইলের দখলদার বাহিনী তাকে ‘অপহরণ’ করেছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার সবচেয়ে বড় জাহাজ কনসায়েন্স থেকে সর্বশেষ ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান নিজের ভেরিফায়েড ফেসবুকে।
এতে তিনি বলেন- আমি শাহিদুল আলম, বাংলাদেশি আলোকচিত্রী ও লেখক।
যদি আপনারা এই ভিডিওটি দেখে থাকেন, তবে বুঝে নেবেন- আমাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং আমাকে ইসরাইলের দখলদার বাহিনী অপহরণ করেছে।
ইসরাইল সেই দেশ, যারা যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা শক্তির সক্রিয় সহযোগিতায় গাজায় গণহত্যা চালাচ্ছে।
আমি আমার সব সহযোদ্ধা ও বন্ধুদের আহ্বান জানাচ্ছি- ফিলিস্তিনের স্বাধীনতার জন্য সংগ্রাম চালিয়ে যাও।