
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই নেতার নামে নতুন দুটি টেলিভিশন চ্যানেলের লাইসেন্স দেওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেছেন, “শুনেছি এনসিপির নেতৃবৃন্দের নামে দুটি গণমাধ্যম অনুমোদন করা হয়েছে। যে দুইজনের নামে হয়েছে, তাদের আমি ভালোভাবে চিনি। তারা তো টেলিভিশন না, নিজের ফ্যামিলি নিয়ে চলতেই হিমশিম খাচ্ছে।”
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
নুর আরও বলেন, “আমি একটি দলের প্রধান, কিন্তু ৫ আগস্টের পরে যেখানে ছিলাম, আজও সেখানেই আছি। তারা আমার অনেক সহকর্মী ছিলেন, ছোট একটি পত্রিকায় চাকরি করেন। অত ভালো বেতনও না। মেইনস্ট্রিম মিডিয়াতে তারা কেউ কাজও করেন না। কোথা থেকে, কীভাবে, কী দেওয়া হয়— আমি জানি না। কিন্তু এতে আমি সত্যিই অবাক হয়েছি।”
তিনি অভিযোগ করেন, “এই ঘটনার মাধ্যমে বর্তমান সরকারের কর্মকাণ্ডে যে অস্বচ্ছতা ও পক্ষপাতিত্ব রয়েছে, তা স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে।”
সরকারের সমালোচনা করে তিনি বলেন, “ওয়ান ইলেভেনের পর যে সরকার দুর্নীতির বিরুদ্ধে যেভাবে অভিযান শুরু করেছিল, সেই রকম কোনো পদক্ষেপ আমরা এই সরকারের কাছ থেকে দেখতে পাইনি। বরং এই সরকারের আমলে আমরা দেখেছি পুরনো স্টাইল— ভাগ-বাটোয়ারা, নিয়ন্ত্রণ, নিজস্ব লোক বসানো ও প্রতিষ্ঠান দখলের প্রবণতা।”
নুর বলেন, “৫ আগস্টের পরে অনেক গণমাধ্যম দখল হয়েছে। যা দেখে আমরা হতাশ। এই সরকারের যারা ক্ষমতায় আছেন, তাদের এ বিষয়ে দায় নিতে হবে।”
শীর্ষনিউজ