Image description
 

ফরিদপুরের নগরকান্দায় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সেই ইউপি সদস্যকে শোকজ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন।

মঙ্গলবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপি সদস্যের ইয়াবা সেবনের একটি ভিডিও ছড়িয়ে পড়লে কয়েক ঘণ্টার মধ্যে ব্যবস্থা গ্রহণ করেন ইউএনও দবির উদ্দিন।

উপজেলার ফুলসূতি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য হরিদাশ বিশ্বাসকে ইউএনও স্বাক্ষরিত ওই শোকজে বলা হয়, অদ্য ৭ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, আপনি অন্য একজন পুরুষ ও নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। উক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় এলাকায় ব্যাপকভাবে চাঞ্চল্য ও জনরোষের সৃষ্টি হয়েছে। যা স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(৪)(খ) মোতাবেক ইউপি সদস্য পরিষদ বা রাষ্ট্রের স্বার্থের হানিকর কার্যকলাপে জড়িত থাকা বা অসদাচারণ বা নৈতিক স্খলনজনিত শাস্তিযোগ্য অপরাধ। এমতাবস্থায় আপনার এহেন কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার জবাব পত্র প্রাপ্তির ৭ দিনের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ প্রদান করা হলো। অন্যথায় আপনার বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ অক্টোবর) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হরিদাশ বিশ্বাস বাউতিপাড়া গ্রামের সুধির বিশ্বাসের ছেলে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে ইউপি মেম্বার হরিদাশ বিশ্বাস একজন পুরুষ ও একজন নারীর সঙ্গে বসে ইয়াবা সেবন করছেন। ইয়াবা সেবনের এগারো সেকেন্ডের ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় এবং এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করে।