Image description

বগুড়ার শিবগঞ্জে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রিজ্জাকুল ইসলাম রাজুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা হয়েছে। এতে ২০ জনের নাম উল্লেখ করে ২০০ জনকে আসামি করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) সকালে মামলাটি করেন এ ঘটনায় আক্রান্ত শিবগঞ্জ থানার এসআই আবদুল্লাহ আল মামুন।

এর আগে গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জে পৌরসভার এলাকার ভোলাখাঁর চক মহল্লায় এ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে রাজু নিজ গ্রামের বাড়িতে যান। খবর পেয়ে এসআই আল মামুন একজন কনস্টেবল সঙ্গে নিয়ে সাদা পোশাকে তাকে গ্রেপ্তার করতে যান। রাজুকে হাতকড়া পরানোর পর থানায় নেওয়ার সময় তার স্বজন ও সমর্থকরা পুলিশের ওপর হামলা চালান। একপর্যায়ে তারা রাজুকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যান। হামলায় দুই পুলিশ সদস্য আহত হন।

শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। শিগগির রাজুসহ অন্য আসামিদের আইনের আওতায় আনা হবে।