Image description

অসুস্থতার পর প্রথমবারের মত বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ আদায় করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার তিনি বায়তুল মোকাররমে নামাজ শেষে উপস্থিত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি ড. আব্দুল মান্নান সেখানে উপস্থিত ছিলেন।

তিনি জানান, জুমার নামাজের আগে জামায়াত আমির পুরানা পল্টনে অবস্থিত ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের কার্যালয় পরিদর্শন করেন। সেখানে উপস্থিত নেতাকর্মী এবং অফিস স্টাফদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন জামায়াত আমির।

সূত্র মতে, শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গাজাগামী ত্রাণবাহী জাহাজে ইসরাইলি হামলার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াতের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে প্রথমে দলের পক্ষ থেকে গণমাধ্যমকে জামায়াত আমিরের নাম প্রকাশ করা হলেও পরে তা পরিবর্তন করা হয়।