Image description

৪৩টি জাহাজ নিয়ে গাজার উদ্দেশে যাত্রা করেছিল ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’। জাহাজগুলোর মধ্যে একটি বাদে বাকি সব জাহাজ আটক করার কথা জানিয়েছে ইসরায়েল। তবে আদৌ এতগুলো জাহাজ আটক করা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

 

ইসরায়েলের এমন ঘোষণার পর দুইবার ভিডিও বার্তা দিয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টা এবং রাত ১০টার দিকে পৃথক ভিডিও বার্তা দিয়েছেন তিনি। আগের বার্তাটি রুমের মধ্যে থেকে করেছিলেন তিনি এবং জানিয়েছেন উত্তাল সমুদ্রের কারণে তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়েছে।

তবে সর্বশেষ ভিডিও পোস্টটি জাহাজ থেকে বাইরের দৃশ্যসহ তুলে ধরেছেন শহিদুল আলম। ভিডিওতে তিনি জাহাজ আটকের বিষয়ে কিছু বলেননি, বরং ক্যাপশনে লিখেছেন, গাজার খুব কাছাকাছি চলে এসেছেন তারা।

ক্যাপশনে তিনি লেখেন, ‘মানুষ আমাকে কেমন আছি তা জিজ্ঞাসা করছে। আপনাদের আলাদা করে উত্তর দিতে পারছি না বলে দুঃখিত। আজ বমি করে পরে পড়ে গিয়েছিলাম, কিন্তু তেমন গুরুতর কিছু হয়নি। ২০ জন ডাক্তার এবং নার্স থাকায় জাহাজে চিকিৎসার দিক থেকে আমরা সম্ভবত সবচেয়ে ভালো দেখাশোনা পাচ্ছি। আমি যে মনোযোগ পেয়েছি তা আমার খুব ভালো লেগেছে। আমার ভাগ্নী মাওলি বলতো আমি একজন ডাম্রা কুইন। আমি গাজার কাছাকাছি চলে এসেছি।

এ সময় ভিডিওতে তিনি জাহাজের ছাদে থেকে আশপাশের অবস্থা দেখানি এবং এক পর্যায়ে হাসোজ্জ্বলভাবে জাহাজে থাকা তার এক সহযাত্রীর সঙ্গে কথা বলছিলেন।