
রাজধানীর মুগদায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে এক পুলিশ সদস্য হামলার শিকার হয়েছেন। তার নাম এসআই রাসেল হোসেন (৩২)। তিনি মুগদা থানায় কর্মরত।
মুগদা থানার ওসি সাজেদুর রহমান বলেন, বুধবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে মুগদা থানাধীন মদিনাবাগ ময়লার বস্তির পেছনে মাদক অভিযান পরিচালনা করে ফেরার পথে এসআই রাসেলকে পেছন থেকে মাদক ব্যবসায়ীদের সহযোগীরা বাঁশ দিয়ে মাথায় আঘাত করে এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাতে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। ওসি আরও বলেন, কে বা কারা তাকে আহত করেছে তাৎক্ষণিক শনাক্ত করা যায়নি।