Image description

হাতিয়া দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতিতে এসেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। তিনি বলেন, আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়; এই দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।

আজ মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে ঐক্য ও সংহতির সমাবেশে তিনি এসব কথা বলেন।

 
 

হান্নান মাসউদ বলেন, হাতিয়ার নদী ভাঙনের ইতিহাস; ৬০ বছরের ইতিহাস। কিন্তু হাতিয়ার নদী ভাঙন নিয়ে কেউ কাজ করে নাই। কিলোমিটারের পর কিলোমিটার নদীর গর্ভে বিলীন হয়েছে, অনেক মানুষ ঘরবাড়িহারা হয়েছে, কেউ কারো পাশে দাঁড়ায় নাই। নদী ভাঙ্গনের মানুষদেরকে নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে। নদী ভাঙ্গনের মানুষদেরকে দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে। কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের উন্নতি হয় নাই।

অভিযোগ করে তিনি বলেন, উন্নতি হয়েছে সেই সকল গলাবাজদের; যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করে নিয়েছে। আমি এখানে এসেছি এই দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়; এসেছি দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য।

 

এনসিপির এই নেতা বলেন, আমি হাতিয়ার রাজনীতিতে আসার কথা ছিল না। আমি আপনাদের কাতারে দাঁড়িয়ে নেতাদের বক্তব্য শোনার কথা ছিল। আমি আপনাদের কাতারের মানুষ। ৫ আগস্ট আমাকে আজ এই কাতারে নিয়ে এসেছে। কিন্তু আমি এই কাতারের মানুষের দুঃখ-দুর্দশা ভুলে যাই নাই। সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দ্বীপকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ।

এ সময় হাতিয়া উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ, যুগ্ম সমন্বয়কারী আলাউদ্দিন, ওয়ারেন্ট অফিসার শাহেদ উদ্দিন, এনসিপি নেতা ইউছুপ, বাগছাসের কেন্দ্রীয় নেতা হাফিজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।