Image description

আসন্ন বিসিবি নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন খান আব্দুর রাজ্জাকসহ চার পরিচালক। খুলনা বিভাগ থেকে দুজন পরিচালক নির্বাচিত হবেন। এই বিভাগে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলর জুলফিকার আলী খান এবং খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর জাতীয় দলের সাবেক ক্রিকেটার রাজ্জাক।

অন্যদিকে, বরিশাল ও সিলেট থেকে একজন করে পরিচালক হবেন। সিলেট থেকে রাহাত সামস ও বরিশাল বিভাগ থেকে একটিমাত্র মনোনয়নপত্র জমা দেন শাখাওয়াত হোসেন। ফলে এই তিন বিভাগে একাধিক মনোনয়নপত্র জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন রাজ্জাক, জুলফিকার, রাহাত ও শাখাওয়াত।

বিসিবি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের নির্ধারিত দিন ছিল রোবার। এ দিন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, তামিম ইকবাল, নাজমুল আবেদীন ফাহিমসহ মোট ৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিন ক্যাটাগরিতে ৬০টি মনোনয়নপত্র বিক্রি হলেও ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। ক্যাটাগরি-১-এ ১৮টি মনোনয়নপত্র জমা পড়ে। এর মধ্যে ঢাকার তিনটি, চট্টগ্রামের চারটি, খুলনার দুটি, রাজশাহীর চারটি, রংপুরের তিনটি, বরিশালের একটি ও সিলেট বিভাগের রয়েছে একটি।

এই ক্যাটাগরিতে মনোনয়নপত্র বিক্রি হয়েছিল ২৫টি। অন্যদিকে, ক্যাটাগরি-২-এ ৩০টি মনোনয়নপত্র জমা পড়েছে। দুজন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি। অপরদিকে, ক্যাটাগরি-৩-এ তিনটি মনোনয়নপত্রের মধ্যে সবকটি জমা পড়েছে। এ তিনটি হলো- ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার দেবব্রত পাল ও চট্টগ্রামের ক্রীড়া সংগঠক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

আজ মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। আগামী ৩০ সেপ্টেম্বর প্রার্থিতা বাতিলের জন্য আপত্তি গ্রহণ ও শুনানি করা হবে। ১ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার ও চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করবে নির্বাচন কমিশন। ৬ অক্টোবর হবে বিসিবির নির্বাচন।