
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতৃত্বে থাকছেন না বর্তমান কমিটির দুই নেতা শাহ আলম ও রুহীন হসেন প্রিন্স; আসছে নতুন নেতৃত্ব।
চার দিনব্যাপী ত্রয়োদশ কংগ্রেসে সারা দেশ থেকে আসা প্রতিনিধিদের ভোটে নির্বাচিত কেন্দ্রীয় কমিটির ৪৩ সদস্যকে নিয়ে নতুন নেতৃত্ব নির্বাচনের বৈঠক চলছে।
বুধবার সকাল সাড় ১০টায় দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভায় দলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য পদে নেতৃত্ব ঠিক হচ্ছে।
তবে ২০২২ সালের দ্বাদশ কংগ্রেসে সভাপতির দায়িত্বে আসা মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহীন হোসেন প্রিন্স যে এবার নেতৃত্বে থাকছেন না, তা নিশ্চিত হয়ে গেছে।
বৈঠকের প্রায় শেষ পর্যায়ে দুপুর ১২টার পরপর প্রিন্স নিজেই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শাহ আলম-প্রিন্স থাকছে না, নতুন নেতৃত্ব আসছে।"
বৈঠকে উপস্থিত আরেকজন নির্বাচিত সদস্য মানবেন্দ্র দেব বলেন, "আমাদের নেতা নির্বাচনের বৈঠক চলছে, হয়ত কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন।"
‘সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যবিরোধী বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা কর’-এই স্লোগান ধারণ করে শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সিপিবির ত্রয়োদশ কংগ্রেসের সূচনা হয়।
এরপর রাজধানীর বিএমএ মিলনায়তনে হয় কাউন্সিল অধিবেশন। সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক প্রতিনিধির উপস্থিতিতে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের রিপোর্ট, রাজনৈতিক প্রস্তাব, গঠনতন্ত্র সংশোধনী প্রস্তাব, ক্রেডেনশিয়াল রিপোর্ট, অডিট কমিটির রিপোর্ট ও কন্ট্রোল কমিশনের রিপোর্ট উত্থাপন এবং তা নিয়ে আলোচনা ও অনুমোদন করা হয়। সব রিপোর্ট উত্থাপন ও অনুমোদন শেষে কেন্দ্রীয় কমিটির নির্বাচন হয়।
সোমবার গভীর রাতে নির্বাচনী ফলাফল ঘোষণার পর সমাপনী ভাষণ ও সমবেত কণ্ঠে কমিউনিস্ট ইন্টারন্যাশনাল গাওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ কংগ্রেসের সমাপ্তি ঘোষণা করা হয়।
নির্বাচনী অধিবেশনে আগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ৪৩ জনের নাম প্রস্তাবের পর অধিবেশন কক্ষ থেকে নতুন বেশকিছু নাম প্রস্তাব করা হয়। তা নিয়ে আলোচনা ও কয়েকজনের নাম প্রত্যাহার শেষে ৭৬ জন ভোটে অংশ নেন।
তাদের মধ্য থেকে প্রতিনিধিদের সরাসরি ভোটে ৪৩ জন নির্বাচিত হন। এই ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি বসে সভাপতি, সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অন্যান্য পদে দায়িত্ব বণ্টন করছেন। কোনো পদে একাধিক নাম এলে ৪৩ জনের ভোটে একজন নির্বাচিত হবেন।