
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সীমান্তপথে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইরফান আহম্মদ চৌধুরীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।
তিনি চট্টগ্রামের রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। ভারতে পালানোর সময় গ্রেফতার ফজলে করিম চৌধুরী কারাগারে রয়েছেন।
বুধবার বিকালে তাকে গ্রেফতার দেখিয়ে থানায় সোপর্দ করেন আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ।
গ্রেফতারকৃত ইরফান আহমেদ চৌধুরী রাউজান উপজেলার গহিরা গ্রামের মৃত জালাল আহমেদ চৌধুরীর ছেলে। তার বিরুদ্ধে রাউজান থানায় নিয়মিত মামলা চলমান রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের ইনচার্জ আব্দুস সাত্তার তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি যুগান্তরকে বলেন, তার বিরুদ্ধে রাউজান থানায় ভাঙচুর, লুটসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
ইমিগ্রেশন ওসি জানান, চট্টগ্রামের রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছি; তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর আখাউড়া অবৈধ সীমান্তপথে ভারতে পালানোর সময় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হাতে আটক হন চট্টগ্রাম-৬ আসনের রাউজান এলাকার সাবেক এমপি ফজলে করিম চৌধুরী। তিনি কারাগারে রয়েছেন।