Image description
 

সিলেট মহানগর ছাত্রদলের ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম আহমদকে চাঁদাবাজির একটি মামলায় গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

 

 

মঙ্গলবার বিকালে নগরের শামীমাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

ফাহিম শামীমাবাদ আবাসিক এলাকার এসএম হানিফের ছেলে।

 

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ২০২৩ সালে দায়েরকৃত মামলায় ফাহিমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল। ওই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।