Image description

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেলেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। 

রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় আইন উপদেষ্টা ঢামেকের বাগান গেটে প্রশাসনিক ব্লক দিয়ে প্রবেশ করেন এবং কিছুক্ষণের মধ্যেই বের হয়ে যান। এ সময় নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। 

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

তিনি জানান, নুরের চিকিৎসা ও সার্বিক স্বাস্থ্যের খোঁজ নিতে হাসপাতালে যান আইন উপদেষ্টা।