Image description
 

বাংলাদেশ ও ভারতের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ সালের ডিসেম্বরে। হাতে আছে আর মাত্র এক বছর। তাই চুক্তি নবায়ন নিয়ে দুই দেশ আবারও আলোচনায় বসছে।

 

আগামী ৯ সেপ্টেম্বর দিল্লিতে বাংলাদেশ-ভারতের যৌথ নদী কমিশনের বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকার পক্ষ থেকে কমিশনের সদস্য মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে একটি কারিগরি দল এই বৈঠকে যোগ দেবে। মূল আলোচ্য বিষয় থাকবে গঙ্গা পানি বণ্টন চুক্তির নবায়ন।

১৯৯৬ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি সই করেছিলেন। মেয়াদ নির্ধারিত ছিল ৩০ বছর। সে অনুযায়ী ২০২৬ সালের ডিসেম্বরে এটি শেষ হতে যাচ্ছে।

 

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই জানায়, ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী সম্প্রতি সংসদে লিখিতভাবে জানিয়েছেন—চুক্তি নবায়ন নিয়ে এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। তবে পশ্চিমবঙ্গসহ সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে গৃহস্থালি ও শিল্প খাতে পানির চাহিদা বিষয়ে মতামত নেওয়া হয়েছে।

 

টাইমস অব ইন্ডিয়া এর আগে জানিয়েছিল, দিল্লি এবার নিজেদের স্বার্থ অনুযায়ী নতুন শর্তে চুক্তি করতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকারও এ বিষয়ে একমত। তাদের দাবি, বর্তমান চুক্তিতে ভারতের জন্য প্রয়োজনীয় পরিমাণ পানি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না।

বর্তমানে বাংলাদেশ-ভারতের মধ্যে মোট ৫৪টি অভিন্ন নদী রয়েছে। তবে গঙ্গা ছাড়া অন্য কোনো নদীর পানি বণ্টন চুক্তি হয়নি। বহুল আলোচিত তিস্তা পানি চুক্তিও এখনো অমীমাংশিত রয়েছে, মূলত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে।