
মুন্সীগঞ্জের শ্রীনগরে বাবার হাতে ছেলের খুনের ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাবাকে আটক করেছে থানা পুলিশ। এছাড়া একই উপজেলায় আরও দুটি মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার ষোলঘর জোড়পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, আবুল হোসেনের (৭০) ছেলে নিহত আব্দুল আহাদ (৩২) তার বাবার কাছে ১৫ হাজার টাকা দাবি করে। টাকা না দেওয়ায় সে ছুরি নিয়ে বাবার ওপর চড়াও হয়। এক পর্যায়ে ধস্তাধস্তিতে ছুরিকাঘাতে আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় ছেলে আহাদ।
ঘটনার পর শ্রীনগর থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং অভিযুক্ত বাবা আবুল হোসেনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
অন্যদিকে, উপজেলার কোলাপাড়ায় বাবুলের বাড়ির পাশে একটি গাছের সঙ্গে হেলান দেওয়া অবস্থায় ৭০ বছরের বৃদ্ধ মামুন কাজীর মরদেহ উদ্ধার করে পুলিশ। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তা তদন্ত করছে পুলিশ।
এছাড়া একই দিন সকাল ৮টার দিকে উপজেলার হাসাড়া এলাকায় রেললাইনের পাশ থেকে আনুমানিক ৪০-৪৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। ধারণা করা হচ্ছে, ভোর ৪টা ৩৬ মিনিটে এই পথ দিয়ে যাওয়া সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, বাবার হাতে ছেলের হত্যা ঘটনায় এখনো কেউ অভিযোগ দায়ের করেনি। ঘাতক বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অপর বৃদ্ধার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, দুজনের মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রির্পোট পেলে বিস্তারিত জানা যাবে।