
ঢাকায় বিশ্বব্যাংকের সাবেক লিড অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, ‘অর্থনীতিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছিল, চলমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সেখানে ভাটা সৃষ্টি হচ্ছে।’
রবিবার (৩১ আগস্ট) এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘অর্থনীতিতে অনিশ্চয়তা কাটতে শুরু করেছিল, চলমান রাজনৈতিক অনিশ্চয়তার কারণে সেখানে ভাটার সৃষ্টি হচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আগামী নির্বাচনের প্রস্তুতি ও রাজনৈতিক স্থিতিশীলতা ফিরতে থাকায় বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের স্বস্তির আভাস দেখা যাচ্ছিল।
এই অর্থনীতিবিদ বলেন, ‘আজকেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ভায়োলেন্স হয়েছে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেছেন।’
তিনি বলেন, ‘দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে ভীত করে রাজনৈতিক সংঘাত, সংঘর্ষ। এ ধরনের পরিবেশ দেখা দিলে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগ করা দূরের কথা, পুরনো বিনিয়োগ নিয়েও ভয়ে থাকেন।
তিনি আরো বলেন, ‘ফলে বাংলাদেশের এখনকার পরিস্থিতিতে নতুন কোনো বিনিয়োগ হবে না, কর্মসংস্থানও হবে না, অর্থনৈতিক কর্মকাণ্ডও বাড়বে না। ফলশ্রুতিতে প্রতি বছর যে ২০ লাখ তরুণ শ্রম বাজারে ঢুকছে, তাদের জন্য দুঃসময় অপেক্ষা করছে।’