
প্রকৌশল শিক্ষার্থীদের আন্দোলনে হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মাসুদ আলমকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
আজ বুধবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান প্রকৌশল শিক্ষার্থীদের প্রতিনিধি জুবায়ের আহমেদ।
প্রকৌশল পেশায় বিএসসি ডিগ্রিধারীদের দাবির যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নে সরকারের গঠিত কমিটি প্রত্যাখ্যান করে নতুন পাঁচ দফার একটিতে এমন দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
জুবায়ের আহমেদ বলেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।
রাজধানীতে আজকের আন্দোলনে ডিসি মাসুদ আলম প্রকৌশল শিক্ষার্থীকে গলা টিপে ধরেন বলে অভিযোগ করেছেন বুয়েটের ছাত্র আবরার ফাইয়াজ।
ফেসবুক পোস্টে আবরার ফাইয়াজ লেখেন, ‘মিন্টু রোডের সামনে আসার পরে কোনো ব্যারিকেড নাই, পুলিশ নাই। রাস্তা দিয়ে গাড়ি চলতেচছে। আমরা কয়েকজন মিলে থামাইলাম সবাইকে, ছবির ভদ্রলোক (ডিসি মাসুদ) এসে ২০ব্যাচের এক ভাইয়ের গলা চেপে ধরলো। বেশ কয়েকজনকে ঘুষি-লাথি দিলো পেছন থেকে এসে। আমাদের আজকের বেশিরভাগ শিক্ষার্থী ছিলো ঢাকার বাইরের। দেখে ক্ষেপে গিয়ে পোলাপান মিন্টু রোডে ঢুকলো।’
শিক্ষার্থীদের পাঁচ দাবি:
*প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে আন্দোলনকারীদের সামনে এসে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং জবাবদিহি করতে হবে।
*বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল অধিকার আন্দোলনের স্টেকহোল্ডারদের অন্তর্ভুক্ত করে কমিটি অবিলম্বে সংস্কার করতে হবে।
*অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধিসহ প্রকৌশল আন্দোলনের স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়ে কমিটি সংস্কার করে পেশকৃত তিন দফা দাবিকে দ্রুততম সময়ের মধ্যে মেনে নির্বাহী আদেশের মাধ্যমে প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এ মর্মে সংশ্লিষ্ট তিন উপদেষ্টা: মুহাম্মদ ফাওজুল কবির খান, আদিলুর রহমান ও সৈয়দা রিজওয়ানা হাসানকে আজ এসে এর নিশ্চয়তা প্রদান করতে হবে।
*হামলায় আহত সব শিক্ষার্থীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং আন্দোলন চলাকালীন সব শিক্ষার্থীর সুরক্ষা নিশ্চিত করতে হবে। পুলিশ দিয়ে এই যৌক্তিক আন্দোলনে আর কোনো হামলা করা যাবে না।
*শিক্ষার্থী রোকনের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং চাকরি থেকে বহিষ্কার করতে হবে।
*শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে হামলার জন্য ডিসি মাসুদকে বহিষ্কার করতে হবে।