Image description
 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক জাতীয় অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। মেয়াদের অল্প সময় বাকি থাকলেও তিনি জানিয়েছেন, সুযোগ পেলে দীর্ঘমেয়াদে কাজ চালিয়ে যেতে চান। তবে স্পষ্ট করে দিয়েছেন, কোনো নির্বাচন তিনি করবেন না।

গত ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মাধ্যমে বিসিবির সর্বোচ্চ পদে আসেন বুলবুল। তখনই নিজের মেয়াদকে তিনি ‘টি-টোয়েন্টি ম্যাচ’-এর সঙ্গে তুলনা করেছিলেন। কিন্তু প্রায় তিন মাসের মাথায় তার ভাবনা বদলেছে— এখন তিনি চান দীর্ঘ ইনিংস খেলতে।

রোববার (২৪ আগস্ট) নারায়ণগঞ্জে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল বলেন, ‘আমি আগেই বলেছি, কখনো নির্বাচনে দাঁড়াব না। আমার সে সামর্থ্য নেই। আমি এখানে এসেছি এনএসসির মাধ্যমে। যদি তারা মনে করে আমাকে রেখে দেবে, আমি থেকে সাধ্যমতো কাজ করে যাব।’

 

সাম্প্রতিক সময়ে বিসিবির নির্বাচন সময়মতো হবে কি না তা নিয়ে গুঞ্জন উঠেছে। তবে বুলবুল বিষয়টি উড়িয়ে দিয়েছেন। তার ভাষায়, ‘নির্বাচন সময়মতোই হবে। এ নিয়ে অযথা আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করার দরকার নেই। আমাদের মূল কাজ ক্রিকেট পরিচালনা করা। চার বছর পরপর নির্বাচন হয়, এবারও সেটি যথাসময়েই হবে।’

 
 

বিসিবির দায়িত্ব নেওয়ার পরই কাজের পরিকল্পনা সাজিয়ে ফেলেছিলেন বুলবুল। তিনি বলেন, ‘আমাকে যেদিন সভাপতি করা হয়, সেদিন রাতেই আমি পরিকল্পনার চার্ট তৈরি করি। পরদিন সেটি বোর্ডে উপস্থাপন করলে সবাই সমর্থন দেয়। তারপর থেকেই আমরা সে পথে কাজ করছি। আজ তার ফল দেখা যাচ্ছে।’

 

তার মূল লক্ষ্য— দেশের যেকোনো শিশু বা তরুণ যদি ক্রিকেট খেলতে চায়, তার জন্য যেন সহজ পথ তৈরি থাকে। ‘যে ছেলে খেলতে চায়, তার জন্য দরজা খোলা রাখা— এটাই আমার কাজ। আমি সব ছেড়ে দেশের ক্রিকেটের জন্য এসেছি। যদি বিসিবি মনে করে আমাকে আরেকটু সময় রাখা যায়, আমি প্রস্তুত আছি।’