Image description

আগামীকাল সোমবার (২৫ আগস্ট) ‘আন্তর্জাতিক রোহিঙ্গা গণহত্যা দিবস’ উপলক্ষে মার্চ ফর রোহিঙ্গা বা রোহিঙ্গা সংহতি দিবসের ডাক দিয়েছে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস নামে একটি সংগঠন। এদিন বিকাল ৩টায় শাহবাগ থেকে শহীদ মিনার পর্যন্ত এ পদযাত্রা শুরু হবে। বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে মজলুম রোহিঙ্গাদের পক্ষে এদিন মার্চ ফর রোহিঙ্গা পালনের আহ্বান জানানো হয়েছে।

 

এক বিবৃতিতে বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটসের সংগঠক জিহাদী ইহসান বলেন, প্রতিনিয়ত রোহিঙ্গাদের আন্তর্জাতিক সংবাদের আড়ালে হত্যা করা হচ্ছে। সকল আন্তর্জাতিক ও আঞ্চলিক মিডিয়ার আড়ালে গত বছর ২০২৪ সালের ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যের নাফ নদ তীরে ড্রোন আক্রমণ চালিয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ও শরণার্থী ক্যাম্পে হামলা করা হয় যাতে ২০০ এর কাছাকাছি মানুষ নিহত হয় বলে প্রতিবেদনের উল্লেখ্য আছে। আমরা মজলুম রোহিঙ্গাদের পক্ষে সারা পৃথিবীতে ভয়েস রেইজ করতে মার্চ ফর রোহিঙ্গার ডাক দিয়েছি।

সংগঠনটির মুখপাত্র মো. শাহরিয়ার ফাহাদ বলেন, ২৫ আগস্ট ২০১৭ সালের ভোরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী ও উগ্র বৌদ্ধ মিলিশিয়ারা পরিকল্পিতভাবে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা চালায়। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, এ অভিযানে হাজার হাজার রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু হত্যা, নারী ধর্ষণ, গ্রাম জ্বালিয়ে দেওয়া এবং খাদ্য-জল অবরোধসহ ব্যাপক মানবাধিকার লঙ্ঘন সংঘটিত হয়। এই দিনে প্রায় ৭ লাখেরও বেশি রোহিঙ্গা জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হয়। জেনারেল নে উইনের সামরিক শাসন শুরু হলে রোহিঙ্গাদের পরিকল্পিতভাবে ‘বিদেশি’ বানানো হয়। ১৯৭৮ সালে সালে ‘অপারেশন নাগামিন (Dragon King)’ নামে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রোহিঙ্গাদের কূটনীতিক তৎপরতার মধ্য দিয়ে আবার আরাকানে পাঠান। ১৯৮২ সালে রোহিঙ্গা মুসলমানদের নাগরিকত্ব তুলে নেওয়া হয়। নিজ জন্মভূমিতে রোহিঙ্গারা গণহত্যার শিকার হচ্ছে, তাদের দেশ থেকে বের করে দিচ্ছে, অথচ পৃথিবী চুপ। আমরা চাই পৃথিবীর সমস্ত মুক্তিকামী মানুষ রোহিঙ্গাদের স্বাধীনতার জন্য সরব হোক।

 

সব ছাত্রসংগঠনকে মার্চ ফর রোহিঙ্গায় যোগদান ও মজলুম রোহিঙ্গাদের স্বাধীনতা ও মুক্তির জন্য সরব হতে দেশবাসীসহ সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।

বাংলাদেশ পিপলস কোয়ালিশন ফর রোহিঙ্গা রাইটস মূলত বাংলাদেশের শিক্ষার্থীদের একটা মানবাধিকার সংগঠন। যেখানে রোহিঙ্গাদের ওপর জুলুমের বিরুদ্ধে কথা বলতে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনটির অন্য সদস্যরা হলেন- কাজী আহমেদ আল বাসীর, রুবায়েত রাফি, নিহাল মুহাম্মদ তাশফীন, আসিফ প্রমুখ।