
উমামা ফাতেমা, সাদিক কায়েম, আবদুল কাদের, বিন ইয়ামিন মোল্লা, আবিদুল ইসলাম, আফরোজ ইমি, এস এম ফরহাদ, বাকের মজুমদার, সাবিনা ইয়াসমিন ও মেঘমল্লার বসু
ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দীর্ঘ ছয় বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগঠন (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী ৯ সেপ্টেম্বর আবাসিক হলের বাইরে মোট ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে এ নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ শেষ হয়েছে। ডাকসুর ইতিহাসে এবারই প্রথম সর্বাধিক দুটি স্বতন্ত্র প্যানেলসহ আটটি ছাত্র সংগঠন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামছে।
সোমবার ছিল মনোনয়ন ফরম সংগ্রেহের শেষ দিন। আজ মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। আগামী ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এ নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে প্যানেল ও ব্যক্তিগতভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন প্রার্থীরা। ডাকসু নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ছাত্র অধিকার পরিষদ ও ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করলেও অন্যান্য ছাত্র সংগঠন এখনো প্যানেল ঘোষণা করতে পারেনি। তবে, আজকের মধ্যে সকল সংগঠন প্যানেল ঘোষণা করবে বলে জানা গেছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, ডাকসু নির্বাচনে ৫৮৫ জন প্রার্থী মনোনয়ন নিয়েছেন। তাছাড়া, বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল সংসদে মোট মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ১ হাজার ২২৬ জন। তবে ভিপি, জিএস বা অন্যান্য পদে কতজন মনোনয়ন নিয়েছেন তা জানায়নি নির্বাচন কমিশন। তবে, হল সংসদের ফরম সংগ্রহের মধ্যে সলিমুল্লাহ মুসলিম হলে ৭১ জন, শহীদুল্লাহ হলে ৯৭, জগন্নাথ হলে ৬৬, ফজলুল হক মুসলিম হলে ৭৮, জহুরুল হক হলে ৯৩, সূর্যসেন হলে ৯০, মুহসিন হলে ৭৪, জসীম উদ্দীন হলে ৭৪, জিয়াউর রহমান হলে ৮৭, শেখ মুজিবুর রহমান হলে ৬৯, অমর একুশে হলে ৮৪, বিজয় একাত্তর হলে ৮৮, এফ রহমান হলে ৭৩, সুফিয়া কামাল হলে ৪০, রোকেয়া হলে ৪৬, শামছুন্নাহার হলে ৩৭, কুয়েত মৈত্রী হলে ২৯, ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩০ জন রয়েছেন।
শুধু মনোনয়ন ফরম নিলেন ছাত্রদল নেতারা, প্যানেল চূড়ান্ত করবেন তারেক রহমান ॥ মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনেও প্যানেল চূড়ান্ত করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ইতোমধ্যে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক বৈঠক হওয়ার পরও সংগঠনটির ভেতরে নানা কোন্দলের কারণে এ প্যানেল ঠিক হয়নি বলে জানা গেছে। শেষ দিনে এসেও আলাদা আলাদাভাবে শুধু মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছাত্রদলের নেতারা। তবে, ত্যাগীদের প্রাধান্য দিয়ে তারেক রহমান চূড়ান্ত প্যানেল ঠিক করবেন বলে আশাবাদী দলের নেতারা।
জানা গেছে, ডাকসুর শীর্ষ পদের আশায় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিসান, ছাত্রদলের ঢাবি যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান, জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক তানভীর বারী হামীম, সূর্যসেন হল ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু, ঢাবি ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য সচিব তানভীর আল হাদী মায়েদ প্রমুখ।
এ বিষয়ে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম জিসান বলেন, আসন্ন ডাকসু প্যানেলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করে প্যানেল চূড়ান্ত করবে বলে আমরা বিশ্বাস করি। আমাদের প্যানেল চূড়ান্ত হয়নি। তবে, হয়ে যাবে।
শিবির প্যানেলে ভিপি সাদিক কায়েম, জিএস ফরহাদ ॥ আসন্ন ডাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ প্যানেলের ভিপি হিসাবে নির্বাচন করবেন সংগঠনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক আবু সাদিক কায়েম। এ ছাড়া, জিএস পদে ঢাবি শাখার বর্তমান সভাপতি এস এম ফরহাদ, এজিএস পদে ঢাবি শাখার সাধারণ সম্পাদক মহিউদ্দিন খান, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ইকবাল হায়দার, আন্তর্জাতিক সম্পাদক খান জসিম, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে এম এম আল মিনহাজ, মানবাধিকার ও আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচন করবেন।
এ ছাড়া, সদস্য পদে সর্ব মিত্র চাকমা ও দৃষ্টি প্রতিবন্ধী রাইসুল ইসলাম, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন, আনাস বিন মনির নির্বাচন করবেন।
গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেলের ভিপি কাদের, জিএস বাকের ॥ বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেল নাম নিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ভিপি পদের মনোনয়ন নিয়েছেন ঢাবি শাখার আহ্বায়ক আবদুল কাদের, জিএস পদে মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, এজিএস পদে মনোনয়ন নিয়েছেন কেন্দ্রীয় মুখপাত্র আশরেফা খাতুন, আন্তর্জাতিক সম্পাদক পদে তাহমিদ আল মুদাস্সির চৌধুরী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
ছাত্র অধিকার পরিষদ প্যানেলের ভিপি বিন ইয়ামিন মোল্লা, জিএস সাবিনা ইয়াসমিন ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ছাত্র অধিকার পরিষদ। সংগঠনটি ভিপি হিসেবে কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা, জিএস হিসেবে সাবিনা ইয়াসমিন মনোনয়ন পেয়েছেন। এজিএস হিসেবে ঢাবি শাখার সদস্য সচিব রাকিবুল ইসলাম। সোমবার দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ শেষে চিফ রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে এক সংবাদ সম্মেলনে প্যানেল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। তাদের প্যানেলের নাম ডাকসু ফর চেঞ্জ’ এবং স্লোগান হলো- ভোট ফর চেঞ্জ।
এ ছাড়া এই প্যানেলে- বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. শাকিল খান, সমাজসেবা পদে আরিফুর রহমান মজুমদার, ক্রীড়া সম্পাদক পদে মুক্তার হোসেন, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন পদে আশিক হৃদয় আহমেদ, স্বাস্থ্য ও পরিবেশ রাকিব হোসেন গাজী, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক পদে ইশতিয়াক আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক পদে সিয়াম ফেরদৌস ইমন নির্বাচন করবেন। এ ছাড়া, সদস্য হিসাবে নির্বাচন করবেন রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক, মাহতাপ ইসলাম।
ইসলামী ছাত্র আন্দোলন ॥ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গত ৭ আগস্ট সম্ভাব্য প্যানেল ঘোষণা করে। ডাকসুতে ভিপি পদপ্রার্থী হিসেবে সংগঠনটির ঢাবির শাখার সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জিএস হিসেবে ঢাবি শাখার সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক খায়রুল আহসান মারজান এবং এজিএস হিসেবে নির্বাচন করবেন সংগঠনটির ঢাবি শাখার বর্তমান সভাপতি সাইফ মুহাম্মদ আলাউদ্দিন।
উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ঘোষণা ॥ সোমবার মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি। উমামার নেতৃত্বে এ প্যানেল ভিপি পদে উমামা ফাতেমা, জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন বলে জানা গেছে।
এ বিষয়ে উমামা ফাতেমা বলেন, আমরা যোগ্যতা দেখে মঙ্গলবার প্যানেল ঘোষণা করব। আমরা শিক্ষার্থীবান্ধব একটি ডাকসু প্যানেল ঘোষণা করব।
গণতান্ত্রিক ছাত্রজোট ॥ বামপন্থি ছাত্রসংগঠনগুলোর সমন্বিত জোট গণতান্ত্রিক ছাত্রজোট ভিপি পদে মনোনয়ন নিয়েছে শেখ তাসনিম আফরোজ ইমি এবং জিএস পদে মেঘমল্লার বসু। এজিএস পদে জাবির আহমেদ জুবেল এবং মুক্তিযুদ্ধ ও গণআন্দোলন সম্পাদক পদে মোজাম্মেল হক ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হবে।
স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ ॥ স্বাধীন বাংলা ছাত্র সংসদ ‘উট ঋরৎংঃ’ নামে প্যানেল ঘোষণা করেছে। ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জামালুদ্দীন মোহাম্মদ খালিদ এবং জিএস পদে মাহীন সরকার।
জুবায়ের-মুসাদ্দেকের নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল ॥ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সমন্বয়ক এবি জুবায়ের ও জুলাই ঐক্যের সংগঠক মুসাদ্দেক আলী ইবনে মুহাম্মদ আংশিক স্বতন্ত্র প্যানেলের ঘোষণা দিয়েছেন। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মুসাদ্দেক এবং সমাজসেবা সম্পাদক পদে জুবায়ের মনোনয়ন নিয়েছেন। তাছাড়া, আব্দুর রহমান ফাহাদও মনোনয়ন ফরম নিয়েছেন। স্বতন্ত্রভাবে ছাত্র ফেডারেশন থেকে এজিএস পদে আরমানুল হক, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে সাকিবুর রনি, সমাজসেবা সম্পাদক পদে সীমা আক্তার মনোনয়ন নিয়েছেন।
সার্বিক বিষয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড জসীম উদ্দিন বলেন, মনোনয়ন সংগ্রহের শেষ দিনে কেন্দ্রীয় সংসদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ৫৬৫ জন এবং ১৮টি হল সংসদ মিলে ১২২৬ জন মনোনয়ন সংগ্রহ করেছেন।
মনোনয়ন গ্রহণ ও জমার সময় বাড়ল ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফরম গ্রহণ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। সোমবার রাতে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহের জন্য ভিড় করায় অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ করতে পারেননি।
এ কারণে গণতান্ত্রিক অধিকার চর্চার সমান সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণের সময় একদিন করে বাড়ানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। সংশোধিত সূচি অনুযায়ী, মনোনয়নপত্র বিতরণের শেষ সময় ১৯ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৫টা এবং মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ২০ আগস্ট (বুধবার) বিকেল ৫টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।