
২০২৪ সালের জুলাই-আগস্ট জুড়ে হওয়া হত্যাযজ্ঞে পলাতক শেখ হাসিনার বিচার নিয়ে কোনো আপস (কম্প্রোমাইজ) করা হবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
বিচারের স্বচ্ছতা নিয়ে তিনি বলেন, জাতীয় ও আন্তর্জাতিকভাবে এ বিচার নিয়ে আগ্রহ আছে। এখানে ন্যায় বিচার হবে কি না, সেই বিষয়ে মিথ তৈরি করা হচ্ছে। শেখ হাসিনার বিচার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। ন্যায় বিচার পরিপন্থি কোনো কিছু এখানে রাখা হবে না। যে কেউ এখানে বিচার পর্যবেক্ষণে আসতে পারেন।
শুক্রবার (১৫ আগস্ট) রাতে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি একটি হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হাইকোর্টে জামিন আবেদন করেন। সেই আবেদনের শুনানির সময় আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের কয়েকজন আইনজীবীর মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, খায়রুল হকের জামিন শুনানি ঘিরে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা প্রত্যাশিত নয়।
তিনি আরও বলেন, এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সেদিকে খেয়াল রাখা হবে।