Image description

বেসরকারি হাসপাতালের মানোন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না, বরং বিদেশ থেকে অনেকে বাংলাদেশে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। রোগীদের অভিযোগের প্রসঙ্গ টেনে চিকিৎসদের উদ্দেশে তিনি বলেন, ‘বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরীব রোগীদের ১৪ থেকে ১৫টি টেস্ট দেয়ার প্রক্রিয়া বন্ধ করেন।’

আজ (শনিবার, ১৬ আগস্ট) দুপুরে রাজধানীর শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, মিন্টু রোডে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ‘অনেক হাসপাতালেই ভালো চিকিৎসা দেয়া হয়। তবে কিছু অভিযোগ আছে রোগীদের, প্রথমত- অনেক জায়গায় ডাক্তাররা কথা শোনেন না। রোগীর চেহারার দিকে তাকান, তাকিয়ে- হ্যাঁ বলেন। এটা বলতে বলতে তিনি প্রেসক্রিপশন লেখেন। মানে উনি পুরোটা শোনেই না ঠিকমতো।’

অহেতুক টেস্ট দেয়া হয় উল্লেখ করে তিনি বলেন, ‘অনেক চিকিৎসক অনর্থক টেস্ট দেন। যাওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলো টেস্ট দেয়। আমার বাসায় যে ছেলেটা হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করে, ঢাকায় একটা হাসপাতালে গিয়েছে, ওকে ১৪টি টেস্ট দিয়েছে। পরে রাগ করে ময়মনসিংহ চলে গেছে। টেস্ট ছাড়া ভালো হয়ে ফেরত আসছে। এ অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরীব, এখানে অনেক গরীব মানুষ আছে। বড়লোকদের গলা কাটেন সমস্যা নাই। গরীব রোগীদের ১৪ থেকে ১৫টি টেস্ট দেয়ার প্রক্রিয়া বন্ধ করেন।’

এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, ‘আরেকটা বিষয় হচ্ছে নির্দিষ্ট ওষুধ কিনতে হবে। কেন? পৃথিবীতে কোন জায়গায় বেসরকারি হাসপাতালে সবসময় ওষুধ কোম্পানির প্রতিনিধির জন্য নির্দিষ্ট সময় থাকে ডাক্তারের? আপনারা বলেন অন্য কোনো দেশে থাকে? আপনারা ওষুধ কোম্পানির দালাল? দেশের বড় বড় হাসপাতালের ডাক্তাররা কি মধ্যস্বত্বভোগী? কোন জায়গায় নামান আপনারা নিজেদেরকে?’

এখনই সচেতন না হলে ৫ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া হবার শঙ্কা জানিয়ে আসিফ নজরুল বলেন, ‘বাংলাদেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেন। পাঁচ বিলিয়ন ডলারের বাজার হাতছাড়া করবেন না।

তিনি বলেন, ‘চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার ১০ শতাংশ পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না। বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে।’

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন।