
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মিছিল করেছে শাখা ছাত্রদল। আজ শনিবার (৯ আগস্ট) ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি থেকে মিছিলটি শুরু হয়ে হলপাড়া হয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসিতে) পায়রা চত্বরে অবস্থান নেয়।
মিছিলে কোনো ধরনের স্লোগান দিতে শোনা যায়নি, হাততালি দিতে দিতে মিছিল করেন ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় ঢাবি শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ কেন্দ্রীয় ছাত্রদল নেতাদের উপস্থিতি দেখা যায়।
এর আগে ঢাবির সব হলে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে উত্তাল হয়ে উঠে বিশ্ববিদ্যালয় এলাকা এবং শিক্ষার্থীরা টিএসসি এলাকায় জড়ো হয়ে মিছিল বের করেন। আন্দোলনকারীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট একশন’সহ বিভিন্ন স্লোগান দেন।