Image description

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা চত্বরে অবস্থিত অফিস ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ আগুন লাগে। এতে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ব্যাপক ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কম্পিউটারের আইপিএসের ব্যাটারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।