
রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় কিশোর গ্যাংয়ের হামলায় ৪ শিক্ষার্থী আহত হয়েছেন। আহতরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ ঘটনায় রোববার মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
অভিযোগকারী শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাজিদ-উল-ইসলাম জানান, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সফিউদ্দিন গ্যালারিতে একটি প্রদর্শনী দেখে আইন বিভাগের তাসমিয়া তাবাসসুম নেবুলাসহ তিনি দুই বন্ধুর সঙ্গে দেখা করতে লালমাটিয়া ডি-ব্লকের মাঠে যান। সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অনুরাভ আশরাফ রাজ্য ও চারুকলার শিক্ষার্থী রাফিদুল হক রাহিমের সঙ্গে দেখা হয়। তারা বসে থাকা অবস্থায় ১০-১২ জন কিশোর গ্যাং এর সদস্য এসে তাদের এক বন্ধুর ব্যাগ ছুড়ে মারার পাশাপাশি ওখান থেকে উঠে যেতে বলে। এর প্রতিবাদ করলে তারা আমাদের মারধর ও একজনকে ছুরি দিয়ে আঘাত করে।
পুলিশ জানায়, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলায় ১২ জন আসামি হয়েছে। আসামির তালিকায় নাম থাকা ১২ জন হলেন- এস কে আবির, মিমোন খান, সিয়াম, মিনহাজ, শুকুর, সাজ্জাদ, একরামুল, সুজন, বায়েজিদ, সুমন, হৃদয় ও ইয়াছিন।
তেজগাঁও বিভাগের ডিসি ইবনে মিজান জানান, আসামিদের ধরতে অভিযান চলছে।