Image description

বাবার কবরে চিরনিদ্রায় শয়িত হলেন চিত্রনায়ক জসীমের ছেলে সংগীতশিল্পী এ কে রাতুল। আজ সোমবার সকাল সাড়ে আটটায় বনানী কবরস্থানে জসীমের কবরে সমাহিত করা হয় তাকে।

এর আগে রোববার বাদ মাগরিব উত্তরার ৭ নম্বর সেক্টরের পার্ক মসজিদে রাতুলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

 
 

২৭ জুলাই উত্তরার একটি জিমে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে লুবনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

রাতুল ‘ওন্ড’ ব্যান্ডের ভোকালিস্ট ও বেজিস্ট ছিলেন। ‘ওন্ড’-এর প্রথম অ্যালবাম ‘ওয়ান’ আসে ২০১৪ সালে। ২০১৭ সালে দ্বিতীয় অ্যালবাম ‘টু’ মুক্তির পর ব্যান্ডটি জনপ্রিয়তা লাভ করে। রাতুল রক সংগীতের একজন প্রযোজকও ছিলেন।

রাতুল অন্য ব্যান্ডেও কাজ করেন। তিনি অর্থহীনের ফিনিক্সের ডায়েরি-১–এর সাউন্ডের কাজ করেছেন। তিনি নায়ক জসীমের মেজ ছেলে। তার অন্য দুই ভাইও এ কে রাতুলও সংগীতশিল্পী এবং এ কে সামী একজন ড্রামার।