Image description
দুদকের মামলা

প্রায় ৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সাড়ে ১২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে দুদকের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন মামলাটি করেন।

এ ছাড়া সরকারি জমি দখল করে বস্তি বানিয়ে দীর্ঘ ১৬ বছর ভাড়া দিয়ে ৩৭ কোটি ৪৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা-১৬ আসনের সাবেক এমপি ইলিয়াস উদ্দিন মোল্লাহসহ চারজনের বিরুদ্ধে পৃথক মামলা করেছে দুদক। গতকাল রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিনি বলেন, রাদওয়ান মুজিব সিদ্দিক জ্ঞাত আয় বহির্ভূতভাবে ২ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৩৫৫ টাকার সম্পদ অর্জন করেছেন। তার নামে কোনো স্বীকৃত ব্যবসা বা পেশাগত উৎস না থাকা সত্ত্বেও তিনি তিনটি ব্যাংক হিসাবে মোট ১২ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ৫৪৯ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন করেছেন। এসব লেনদেনের মাধ্যমে তিনি অর্থের উৎস গোপন করেছেন।

মো. আক্তার হোসেন বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ও গণপূর্ত অধিদপ্তরের কয়েকজন সাবেক প্রকৌশলীর যোগসাজশে পল্লবীর ঝিলপাড়ে ৭ একর সরকারি জমি অবৈধভাবে দখলে রেখে দীর্ঘদিন ভাড়া আদায় করে বিপুল অর্থ আত্মসাৎ করেন ইলিয়াস উদ্দিন মোল্লাহ। মামলার অন্য অভিযুক্তরা হলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী ও গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল ইসলাম, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক নির্বাহী প্রকৌশলী কাজী মো. আবু হানিফ এবং সাবেক উপবিভাগীয় প্রকৌশলী (ঢাকা ডিভিশন-১) মো. হারিজুর রহমান।