Image description

জুলাই গণ‌অভ্যুত্থানে বিক্ষোভকারীদের ওপর মরণাস্ত্র ব্যবহারের নির্দেশদাতা শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে গণহত্যার সমর্থন ও উৎসাহদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল।

রবিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এ মানববন্ধন করেন তারা।  

মানববন্ধনে কলা অনুষদের ডীন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান খান বলেন, আমরা দেখেছি হাসিনার আমলের সময় অনেক ইমেরিটাস অধ্যাপক‌ও শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর পরামর্শ দিয়েছে। যেসব ইমেরিটাস অধ্যাপক এই কাজের সাথে যুক্ত ছিলেন তাদের এই পদ বাতিল করে আইনানুগ ব্যবস্থা গ্ৰহণের দাবি জানাচ্ছি। যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার নিশ্চিত না করে তাহলে সাদা দল পরবর্তী পদক্ষেপের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করবে।  

সাদা দলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম সরকার বলেছেন, যত দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার নিশ্চিত করা হবে, এটাই হবে এদেশে সবচেয়ে বড় সংস্কার। স্বল্প সময়ের মধ্যে শেখ হাসিনার বিচার সম্পন্ন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কলঙ্ক তারা, যারা শেখ হাসিনাকে উৎসাহ দিয়ে ফ্যাসিবাদের পথকে সহজ করে দিয়েছে, ছাত্র-জনতা ও সকল শ্রেণির পেশার মানুষের ওপর জুলুম-অত্যাচার করার ক্ষেত্রে এগিয়ে যেতে যারা পথ দেখিয়েছে। তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।  

সাদা দলের আহ্বায়ক মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বলেন, আজকে আমরা দুইটি এজেন্ডা নিয়ে এখানে দাঁড়িয়েছি। ফ্যাসিস্ট হাসিনার যে ফোনালাপ ফাঁস করেছে বিবিসি, তা একশো ভাগ অথেনটিক। তাই তার বিরুদ্ধে দ্রুত বিচারের দাবি করছি। সেই সাথে‌ আওয়ামীপন্থী শিক্ষকরা গুলি চালানোর জন্য পরামর্শ দিয়েছিল তাদের‌ও অনতিবিলম্বে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি।