Image description

অনিবার্য কারণ দেখিয়ে আগামীকাল ৯ জুলাই বুধবার ঢাকা সিটি কলেজে সকল অভ্যন্তরীণ পরীক্ষা, ক্লাস ও ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে পূর্বনির্ধারিত বোর্ড পরীক্ষাগুলো যথারীতি চলবে।

মঙ্গলবার (৮ জুলাই) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এফ. এম. মুবারক হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সব শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, অনিবার্য কারণে ০৯.০৭.২০২৫ তারিখে কলেজের সকল অভ্যন্তরীণ পরীক্ষা, ক্লাস এবং ভর্তি কার্যক্রম স্থগিত থাকবে। তবে বোর্ড পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে।’

এছাড়া বিজ্ঞপ্তিটি ভাইস প্রিন্সিপাল, বিভাগীয় প্রধান, পরীক্ষা কমিটির সদস্য ও অফিস সুপারিনটেনডেন্টের কাছেও অনুলিপি আকারে পাঠানো হয়েছে।

তবে ঠিক কী কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা হয়নি।