Image description

সাবেক সেনা প্রধান ইকবাল করিম ভূঁইয়া বলেছেন, ১/১১-এর পুনরাবৃত্তি দেখতে চাই না। দেশের অপূরণীয় ক্ষতি হবে। শুক্রবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা উল্লেখ করেন তিনি।

স্ট্যাটাসে তিনি লিখেন, এরূপ অসাংবিধানিক কর্মকাণ্ডে সেনাবাহিনী অতীতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন করে আরো ভোগান্তি ডেকে আনা ঠিক হবে না।

উল্লেখ্য, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের গত বুধবারের বক্তব্যের প্রেক্ষাপটে সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়। এই ঝড় খোদ সরকারের মধ্যে গিয়ে পড়ে। পরিবর্তিত পরিস্থিতিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপদেষ্টাদের নিয়ে বৃহস্পতিবার রুদ্ধদ্বার বৈঠক করেন। টানা চার ঘণ্টার ওই বৈঠকে চলমান সব ইস্যু নিয়ে আলোচনা হয়। এমন প্রেক্ষাপটে সাবেক এই সেনাপ্রধানের বক্তব্যকে তাপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।