Image description

জনগণের অনুমতি ছাড়া ইউনূস সরকারের পদত্যাগের এখতিয়ার নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীম। 

শুক্রবার সংগঠনের ওয়ার্ড প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতি ফয়জুল করীম বলেন, আমরা গুঞ্জন শুনছি সরকার প্রধান পদত্যাগ করবেন। আমি তাকে বলব- আপনি ইচ্ছা করে ওই চেয়ারে বসেননি।

জনগণ আপনাকে বসিয়েছে। ওই পদ থেকে পদত্যাগের এখতিয়ার আপনার নাই। 

প্রধান উপদেষ্টার উদ্দেশে তিনি বলেন, যারা আপনাকে বসিয়েছেন তাদের অনুমতি ব্যতিত, তাদের আশা-আকাঙ্খার প্রতিফলন ব্যতিত আপনার চলে যাওয়া আপনার সম্মান ও খ্যাতির সঙ্গে যায় না। 

তিনি বলেন, জনগণ মুক্তি পাওয়ার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য, সংস্কারের জন্য আপনাকে ওই পদে বসিয়েছে। আপনি ইচ্ছা করলেই ছেড়ে যাবেন তা হবে না।

তিনি আরো বলেন, আমরা জানি আপনি যেতে চান না। কিন্তু আপনার যাওয়া-না যাওয়া ব্যক্তিগত বিষয় নয়। এটা পুরো দেশের বিষয়, জনগণের বিষয়।

কাজেই আপনি এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যাতে ভারত খুশি হয়। দিল্লিতে বসে মোদী হাসবে- এমন কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না।