Image description

চট্টগ্রামে আধিপত্যবাদের বিরুদ্ধে ও জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করে ‘জুলাই ঐক্য চট্টগ্রাম’ নামে একটি সংগঠন। 

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আন্দরকিল্লা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এতে ষড়যন্ত্র প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ এবং অবিচল থাকার আহ্বান জানিয়েছেন বক্তারা। 

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ভারতের বিরুদ্ধে ও স্থানীয় স্বার্থবিরোধী ষড়যন্ত্রে রুখে দাঁড়ানোর দাবি জানান। বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা একযোগে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ঐক্যের গুরুত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

বিক্ষোভে অংশ নিয়ে অ্যাডভোকেট জমির উদ্দিন বলেন, জুলাই ঐক্যের বিকল্প নেই। এই ঐক্যকে বিনষ্ট করার উদ্দেশ্য হচ্ছে চলমান ষড়যন্ত্র, আমাদের গণমানুষের ঐতিহাসিক ঐক্যকে দুর্বল করার পরিকল্পনা। আমরা জনগণ এ ষড়যন্ত্র প্রতিরোধে ঐক্যবদ্ধ রয়েছি।