Image description

শাহবাগ অবরুদ্ধ, জনদুর্ভোগ চরমে—নার্সিং শিক্ষার্থীদের দাবিতে উত্তাল রাজধানী

রাজধানীর শাহবাগ মোড়ে নার্সিং শিক্ষার্থীদের অবরোধে অচল হয়ে পড়েছে জনজীবন। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক (ডিগ্রি) সমমানের স্বীকৃতি দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা বুধবার (১৪ মে) দুপুর সোয়া ২টার দিকে সড়কে অবস্থান নেন।

'ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি ডিগ্রি বাস্তবায়ন কমিটি' ব্যানারে শিক্ষার্থীরা দাবি আদায়ে কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছেন। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এদিন সকালে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের সামনে সমাবেশ করে তারা। সেখানেই এক দফা দাবি বাস্তবায়নের জন্য এক ঘণ্টার আল্টিমেটাম দেন আন্দোলনকারীরা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন।

 

এই অবরোধের ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ এই মোড়ে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। অফিসগামী মানুষ, হাসপাতালের রোগী ও জরুরি সেবার ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়েন। দেখা দেয় দীর্ঘ যানজট, থমকে যায় অফিসপাড়া।

 

এ সময় শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ মানুষের বাকবিতণ্ডা শুরু হয়। সাধারণ মানুষের প্রশ্ন, "আমরা তো আপনাদের দাবি মানতে বাধ্য নই, আমাদের জীবন দুর্বিষহ করছেন কেন?"

জবাবে এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, "আমরা দীর্ঘদিন মানববন্ধন, স্মারকলিপি দিয়েছি—কিন্তু কোনো কাজ হয়নি। আমরা বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। দাবি মানা না হলে আন্দোলন চলবে।"

এক পর্যায়ে উত্তেজনা চরমে পৌঁছায়। ক্ষুব্ধ সাধারণ মানুষ ব্যারিকেড সরিয়ে রাস্তায় যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। এতে পরিস্থিতি কিছুটা বিশৃঙ্খলও হয়ে পড়ে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো কোনো ধরনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড় অবস্থান বজায় রেখেছে। দাবি পূরণ না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুমকি দিয়েছেন তারা।