Image description
 

সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। খেলাধুলার মঞ্চে শালীনতা ভঙ্গ, অশালীন পোশাক ও আচরণ—এসব অভিযোগে লিগের সঙ্গে যুক্ত নয়জন সেলিব্রিটিকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। ইতোমধ্যেই বিষয়টি নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া এবং উদ্বিগ্ন সচেতন মহল।

বিতর্কিত এই তালিকায় রয়েছেন নির্মাতা প্রবীর রায় চৌধুরী, গিয়াসউদ্দিন সেলিম, তানিম রহমান অংশু, অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নীলা এবং আলিশা।

‘ফিগার না দেখালে খেলার মানে কী?’ – মারিয়া মিম

 

সমালোচিত বক্তব্যে অভিনেত্রী মারিয়া মিম বলেন, “আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কী?”
আরও এক সেলিব্রিটি বলেন, “আমাদের বাজে বাজে এঙ্গেলে ভিডিও করে রাখে, সেটা তো আমরা কিছু করতে পারব না ভাইয়া।”

 

বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. জাকির হোসেন এই লিগ সম্পর্কে বলেন, “সেলিব্রিটি ক্রিকেট লিগে যে অশ্লীলতা ছড়িয়েছে, তা কোনোভাবেই পারিবারিকভাবে গ্রহণযোগ্য নয়। ক্রিকেট একটি সম্মানজনক খেলা। অথচ এই টুর্নামেন্টে কিছু নারী খেলোয়াড় এমন পোশাক ও আচরণে অংশ নিয়েছেন, যা অশালীন ও দৃষ্টিকটু। এটি সরাসরি ক্রিকেটের ইজ্জত নষ্ট করছে।”

তিনি আরও বলেন, “আমরা ৯ জন সেলিব্রিটির কাছে আইনি নোটিশ পাঠিয়েছি। কেন তারা ক্রিকেটের নামে এমন অশ্লীলতা ছড়িয়েছেন, তার জবাব ১৫ দিনের মধ্যে দিতে হবে। ব্যর্থ হলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।”