Image description

গাজা শহরের রিমাল এলাকায় অবস্থানরত ফিলিস্তিনিদের অবিলম্বে স্থান ত্যাগের নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আল-শিফা হাসপাতালসহ অন্তত চারটি স্কুল খালি করার আদেশ দেওয়া হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অ্যাভিচাই আদরেই এক্স (সাবেক টুইটার) এ দেওয়া এক পোস্টে দাবি করেন, ওই এলাকায় হামাসের কার্যক্রম চলছে এবং সেখানে "প্রচণ্ড শক্তি নিয়ে" সামরিক অভিযান চালানো হবে।

অ্যাডরেই লেখেন, "হামাস গাজা শহরের রিমাল পাড়ায় সক্রিয় রয়েছে। তাই সেনাবাহিনী সেখানে বড় ধরনের অভিযান চালাবে।"

এমন পরিস্থিতিতে ইতোমধ্যে ওই অঞ্চলের সাধারণ মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মানবিক সহায়তা ও চিকিৎসা সুবিধার জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আল-শিফা হাসপাতাল খালি করার নির্দেশে মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

সূত্রঃ আল জাজিরা