Image description
 

সিরাজগঞ্জের বেলকুচিতে নিজ গ্রামের কবরস্থানে সমাধিস্থ করা হবে নিহত ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যকে।বুধবার (১৪ মে) বাদ এশা উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থান ঈদগাহ মাঠে নামাজে জানাজা শেষে সেখানেই দাফন করা হবে।সাম্য সড়াতৈল গ্রামের অবসরপ্রাপ্ত বিসিসিআই কর্মকর্তা ফখরুল আলম ফরহাদের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থী ও ছাত্রদলের হল শাখার সাহিত্য ও প্রকাশনাবিষয়ক সম্পাদক ছিলেন।

সাম্যের চাচা হাজি কায়সারুল আলম কায়েস জানান, শাহরিয়ার আলম সাম্য তার ছোট ভাই ফখরুল আলম ফরহাদের ছেলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি মাস্টার্সে পড়াশোনা করতো। সাম্যের বাবা ফরহাদ বিসিসিআইয়ের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। তারা ২০১২ সাল থেকে পরিবারসহ ঢাকাতেই বসবাস করেন। ফরহাদের চার ছেলের মধ্যে সাম্য সবার ছোট।

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাযা শেষে সন্ধ্যার পরে সাম্যের মরদেহ সড়াতৈল গ্রামে আনা হবে। সড়াতৈল জান্নাতুল বাকী কবরস্থান ঈদগাহ মাঠে নামাজে জানাযা শেষে সেখানেই দাফন করা হবে।মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশে মোটরসাইকেলে আঘাতকে কেন্দ্র করে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকায় নিহত হন সাম্য।