
বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। এতে গণহত্যাকারী ও সন্ত্রাসী দল হিসেবে আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তী সরকার কিংবা নির্বাচন কমিশন অথবা কোনো আদালত নিষিদ্ধ ঘোষণা করে তাহলে বিএনপির কোনো আপত্তি নেই। তা ছাড়া জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগ এবং পতিত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে সুস্পষ্টভাবে যেসব সুনির্দিষ্ট অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে-এর পরে আর কোনো প্রমাণেরও প্রয়োজন হয় না বলে উল্লেখ করা হয়। তবে অন্তর্বর্তী সরকার ইচ্ছা করলেই আওয়ামী লীগ নামের দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে যে কোনো সময়, সেই এখতিয়ার সরকারের আছে বলে মতামত ব্যক্ত করা হয়।
গতকাল রাত ৯টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির এ বৈঠকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন অংশ নেন। বৈঠকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে নেওয়া কর্মসূচি এবং ভারত-পাকিস্তান যুদ্ধসহ আন্তর্জাতিক বিষয়েও আলোচনা হয়েছে।