Image description
 

বেগম খালেদা জিয়া দেশে ফেরায় সরকারের ওপর নির্বাচনের চাপ বাড়বে। মঙ্গলবার এ নিয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম এবিসি নিউজ এক প্রতিবেদন প্রকাশ করেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসার জন্য চার মাস লন্ডনে অবস্থানের পর বাংলাদেশে ফিরেছেন অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তন দেশটির অন্তর্বর্তী সরকারের ওপর নির্বাচন অনুষ্ঠানের জন্য নতুন করে চাপ বাড়বে।

 

এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটেনের রাজধানী লন্ডনে চার মাস চিকিৎসার পর ঢাকায় ফিরেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তার এই প্রত্যাবর্তনে দেশের অন্তর্বর্তী সরকারের ওপর জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণার চাপ বেড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া শিরোনাম করেছে, যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

 

খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকেই বিমানবন্দর এলাকায় নেতাকর্মীদের ঢল নামে। বেগম জিয়া কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় স্বস্তি প্রকাশ করছেন তারা। দেশে ফিরে আবারও বিএনপির নেতৃত্ব ও গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবেন এমনটাই প্রত্যাশা করেন দলটির নেতাকর্মীরা।