Image description

ক্যাথলিক ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।আজ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে তিনি শোক প্রকাশ করেন। তিনি বলেন, ‘পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে আমি ব্যথিত। তিনি এমন একজন আধ্যাত্মিক নেতা ছিলেন নিয়ে বিভিন্ন বিশ্বাসের মানুষের কাছে শান্তি ও ভালোবাসার বার্তা দেওয়ার জন্য নিরলস কাজ করে গেছেন।’

তারেক রহমান বলেন, শক্তিশালী নৈতিক অবস্থানের কারণে বিশ্বের বিভিন্ন দেশের ও বিশ্বাসের মানুষের সম্মান অর্জন করেছিলেন পোপ ফ্রান্সিস।  

তিনি বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশের জনগণের পক্ষ থেকে আমি বিশ্বের সকল ক্যাথলিক অনুসারীদের সহমর্মিতা জানাচ্ছি। নিশ্চয়ই পোপ ফ্রান্সিসের দেওয়া শিক্ষা আমাদের ভবিষ্যতে আলো দেখাবে।’