
সহস্রাধিক শহীদ, চল্লিশ হাজার আহত গাজীর কুরবানিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতির ‘তথাকথিত’ বলা সুস্পষ্ট ধৃষ্টতা ও অকৃতজ্ঞতা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবু সাদিক কায়েম।
সোমবার (২১ এপ্রিল) রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
সাদিক কায়েম লেখেন, “জুলাই এসেছিল বলেই আজ রাজু ভাস্কর্যের সামনে ভয়ডরহীন হুঙ্কার দেওয়া যায়। সহস্রাধিক শহীদ, চল্লিশ হাজার আহত গাজীর কুরবানিকে ঢাবি ছাত্রদল সভাপতির ‘তথাকথিত’ বলা সুস্পষ্ট ধৃষ্টতা ও অকৃতজ্ঞতা।”
তিনি হুঙ্কার দিয়ে বলেন, “আবু সাঈদ, শান্ত, ওয়াসিম, মুগ্ধ, আলী রায়হানদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। শহিদি জমিনের উপর দাঁড়িয়ে এমন উদ্ধত বক্তব্য ছাত্রজনতা বরদাশত করবে না।”
