Image description
আছে জনতার কথা বলে, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ

এবার নির্বাচন কমিশনের নিবন্ধন চেয়ে আবেদন করেছে ৬৫টি রাজনৈতিক দল। এর মধ্যে অনেক বাহারি নামের রাজনৈতিক দলও রয়েছে। আর বেশির ভাগ দলই নামসর্বস্ব। ইসির কর্মকর্তারা বলছেন, ইসির নিবন্ধন চেয়েছে এমন বাহারি নামের দলের মধ্যে রয়েছে- জনতার কথা বলে, বাংলাদেশ শান্তির দল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন, জাতীয় ভূমিহীন পার্টি, বাংলাদেশ বেকার সমাজ, বাংলাদেশ জনপ্রিয় পার্টিসহ আরও অনেক দল।

ইসি সূত্র জানায়, রবিবার পর্যন্ত ৬৫টি দল নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করেছে। এর বাইরে আরও ৪৬টি দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময় বাড়ানোর দাবি জানিয়েছে। এই দলগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। তাদের কোনো কার্যক্রম চোখে পড়ার নয়।

গত ১০ মার্চ নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছিল ইসি। আবেদনের শেষ সময় ছিল ২০ এপ্রিল। অবশ্য এদিন আবেদনের সময় বাড়িয়েছে ইসি। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ২২ জুন পর্যন্ত নিবন্ধনের জন্য আবেদন করা যাবে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিবন্ধনের আবেদনের সময় বাড়ানোর দাবি জানিয়েছিল। এ ছাড়া আরও কিছু দলের পক্ষ থেকেও এই অনুরোধ জানানো হয়। গত রবিবার ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের বলেন, অনেক দলের নিবন্ধনের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে দুই মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ইসির কর্মকর্তারা বলছেন, শেষ পর্যন্ত নতুন নিবন্ধনের জন্য আবেদন আরও বাড়তে পারে। গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ৯৩টি দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল। তবে বেশির ভাগ দলই ছিল নামসর্বস্ব। প্রাথমিক কাগজপত্র বাছাইয়েই বাদ পড়েছিল ৮১টি দলের আবেদন। প্রাথমিক বাছাই শেষে গণ অধিকার পরিষদ, এবি পার্টিসহ ১২টি দলের মাঠপর্যায়ের তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন। তবে শেষ পর্যন্ত নিবন্ধন দেওয়া হয়েছিল মাত্র দুটি দলকে।