Image description

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ করে ফেসবুকে জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়ার ভুয়া বিজ্ঞাপন প্রায়ই দেখা যায়। এই বিষয়ে সবাইকে সতর্ক করেছে নির্বাচন কমিশন সচিবালয়।

 

আজ সোমবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের (পিআইডি) ফেসবুক পেজে নির্বাচন কমিশন সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি বলা হয়, ‌'সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচুর সংখ্যক ফেসবুক পেজ বা ফেক আইডি হতে বিজ্ঞাপন দিয়ে প্রলুব্ধ করে এনআইডি সংক্রান্ত সেবা প্রদানের নামে প্রতারণার ঘটনা ঘটছে; যা অনাকাঙ্ক্ষিত।'

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‌'নির্বাচন কমিশন সচিবালয় কর্তৃক পরিচালিত Bangladesh Election Commission Secretariat (পেজ লিংক http://www.facebook.com/@BangladehECS) এবং জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ ও আইডিইএ প্রকল্প (২য় পর্যায়) কর্তৃক পরিচালিত National ID Card (পেজ লিংক http://www.facebook.com/bd.nid) দুটি পেজে ভোটার তালিকা হালনাগাদকরণ ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিভিন্ন তথ্য ও ভিডিও কন্টেন্ট নিয়মিত প্রকাশ করা হয়।'

এ দুটি ছাড়া অন্য কোনো ফেসবুক পেইজে এনআইডি সংক্রান্ত সেবার বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে প্রতারিত না হতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।