বিপিএলের নবম সংস্করণে দারুণ ছন্দে আছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে যেমন, একইভাবে বল হাতেও নিয়মিত আলো ছড়াচ্ছেন তারকা এই অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে তার দল ফরচুন বরিশাল যে দুর্বার গতিতে ছুটে চলছে অভীষ্ট লক্ষ্যের দিকে, সেই যাত্রায় সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন সাকিব। তিনিই কিনা আসরের মাঝপথে সৌদি আরব গেছেন ওমরাহ পালন করতে।
এতে অবশ্য ফরচুন বরিশাল শিবিরে কোনো খেদ নেই। কেননা দল শেষ চারে তথা প্লে-অফে খেলা নিশ্চিত করে ফেলেছে। তা ছাড়া শুক্রবার মধ্যরাতে ওমরাহ পালন করতে গেলেও কোনো ম্যাচ সাকিব মিস করছেন না। সোমবার সকালেই দেশে ফিরবেন তিনি। আসরে বরিশালের পরবর্তী ম্যাচ মঙ্গলবার সন্ধ্যায়, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফাইনালে যাওয়ার পথে বাড়তি সুবিধা পেতে ম্যাচটি বরিশালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
দলটির কোচ নাজমুল আবেদীন ফাহিম আশা বাদী, গুরুত্বপূর্ণ ম্যাচটি জিতবে বরিশাল এবং পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থেকে খেলবে প্রথম কোয়ালিফায়ার।