Image description

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি বিবিসির তথ্যচিত্রের প্রদর্শন নিষিদ্ধ করা নিয়ে ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত ঘিরে একাধিক পিটিশন করা হয়েছে সুপ্রিম কোর্টে। তার সাপেক্ষে ওই তথ্যচিত্র ব্লক করা নিয়ে কেন্দ্রকে নোটিস পাঠিয়েছেন সে দেশের সর্বোচ্চ আদালত। 
মোদিকে নিয়ে করা বিবিসির তথ্যচিত্র ব্লক করার কেন্দ্রীয় নির্দেশের বিরুদ্ধে একাধিক মামলা হয়। সেই মামলার শুনানিকালেই সুপ্রিম কোর্ট কেন্দ্রের কাছে নোটিস পাঠিয়েছে। নিষিদ্ধ করার সিদ্ধান্তের আসল রেকর্ড কোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জীব খান্না ও এমএম সুন্দারেশের বেঞ্চে এই মামলার শুনানি হয়। সেখানে ভারতের কেন্দ্রীয় সরকারকে তিন সপ্তাহের মধ্যে এই ইস্যুতে জবাব দেওয়ার কথা বলা হয়েছে। 
শুক্রবার কোর্টের কাছে এই ইস্যুতে দুটি পিটিশন ছিল। তার নিরিখে গেছে এই নোটিস। তার মধ্যে একটি পিটিশন আসে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মৈত্র, সাংবাদিক এন রাম ও আইনজীবী প্রশান্ত ভূষণের তরফে।