যৌথবাহিনী হেফাজতে কুমিল্লায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে সরকার। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে জানো হয়েছে। তবে সরকারের এ ধরনের বক্তব্য পুরোনো বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি পোস্ট শেয়ার করে এ কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ তার পোস্টে লিখেছেন, “জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এইটা অনেক পুরাতন আলাপ। ‘যথাযথ ব্যবস্থা গ্রহন করা হয়েছে’- এইটা কবে শুনবো?”