Image description
 

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শুক্রবার বলেছেন, আফগানিস্তানে ন্যাটো সেনাদের সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য অপমানজনক।

 

লন্ডনে সাংবাদিকদের সাথে কথা বলার সময়, স্টারমার বলেন ন্যাটের সেনাদের ভূমিকা কম দেখানোর বিষয়ে ট্রাম্পের মন্তব্য অপমানজনক এবং স্বাভাবিকভাকে তা আতঙ্কজনক এবং মার্কিন প্রেসিডেন্টের ক্ষমা চাওয়া উচিত। খবর আনাদোলু এজেন্সির

 

তিনি আরো বলেন, ‘যদি আমি এমন ভুল বলতাম, তবে আমি অবশ্যই ক্ষমা চাইতাম।’


এসময় যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য এই সম্পর্ক গুরুত্বপূর্ণ।

শুক্রবারের শুরুতে, ব্রিটিশ সরকার বলেছিল যে ট্রাম্পের দাবি ‘ভুল’ যে ন্যাটো সেনারা আফগানিস্তানের ফ্রন্টলাইন এড়িয়ে গেছে।

 

এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেন, আফগানিস্তানে যুদ্ধের সময় ন্যাটো সৈন্যরা সামনের সারির থেকে কিছুটা পিছিয়ে, কিছুটা দূরে ছিল।

উল্লেখ্য, ২০০১ সালে ৯/১১ সন্ত্রাসী হামলার পর, ন্যাটোর যৌথ নিরাপত্তা ধারা প্রয়োগের পর, আফগানিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগদানকারী বেশ কয়েকটি মিত্রের মধ্যে যুক্তরাজ্যও ছিল। এই সংঘাতে ৪৫৭ জন ব্রিটিশ সেনা নিহত হন।